Logo

সারাদেশ

সাটুরিয়ায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে জরিমানা

Icon

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

সাটুরিয়ায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়ার ফুকুরহাটী ইউনিয়নের জান্না বাজারে অতিরিক্ত মূল্যে সার ও মেয়াদ উত্তীর্ণ সবজি বীজ বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাটুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাহমিনা শহিদ জানান, জান্না বাজারের ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সানোয়ার হোসেনকে বারবার সতর্ক করার পরও তিনি অবৈধভাবে সার ও বীজ বিক্রি অব্যাহত রেখেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫১ ধারায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, আনসার বাহিনী ও সাটুরিয়া থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর