Logo

সারাদেশ

সুনামগঞ্জে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩১

সুনামগঞ্জে ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৬

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঘাটে বাঁধা নৌকা থেকে পানি ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে সংঘর্ষে শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপ মিয়ার মেয়ের জামাই ও আকবর মিয়ার ছোট ভাইয়ের মধ্যে ঘাটে নৌকা থেকে পানি ফেলার কারণে কথা-কাটাকাটি হয়। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ চালায়। এতে এরশাদ, সাবু মিয়া, সেন্টু, কামাল মিয়া, ছামিয়া বেগম, হোছনা বেগম, কাশেম, আলী আকবর, নাছির মিয়া, মিজান, রাবিয়া, করমুছ মিয়া, সরলা বেগম, শাহবাজ ও রুবেলসহ অন্তত ১৬ জন আহত হন।

সংঘর্ষের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানিয়েছেন, পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।

আব্দুল হালিম/এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর