Logo

সারাদেশ

চাঁদপুরে ২১তম ডিসি গোল্ডকাপের উদ্বোধন, জয় দিয়ে শুরু ফরিদগঞ্জের

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

চাঁদপুরে ২১তম ডিসি গোল্ডকাপের উদ্বোধন, জয় দিয়ে শুরু ফরিদগঞ্জের

ছবি : বাংলাদেশের খবর

দুই বছর পর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শুরু হলো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ২-১ গোলে মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে হারায়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, খেলাধুলা দীর্ঘদিন ধরে প্রত্যাশিতভাবে এগোয়নি। এবার এই টুর্নামেন্টের মাধ্যমে ঝিমিয়ে পড়া ক্লাবগুলো জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ক্লাবগুলোই ফুটবলারদের তৈরি করে এবং এ ধরনের আয়োজন খেলোয়াড়দের মেধা বিকাশে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়াসংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

১৯৮৪ সাল থেকে চাঁদপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সর্বশেষ ২০২৩ সালে ২০তম আসর অনুষ্ঠিত হওয়ার পর দুই বছর বন্ধ থাকার পর এবার নতুন করে ৮ উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর