বিরামপুর সীমান্তে রাতের আঁধারে বেড়া, আতঙ্কে স্থানীয়রা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তে হঠাৎ করেই বাঁশের বেড়া নির্মাণ হওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে কাটলা ইউনিয়নের খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১/২৯ নম্বর সাব-সীমানা পিলারের কাছাকাছি ভারতের ভেতরে প্রায় আধা কিলোমিটার এলাকায় বাঁশ দিয়ে বেড়া দেওয়া হয়।
ইউপি সদস্য শুকুর আলী সরকার বলেন, রাতের আঁধারে ভারতীয় অংশে বেড়া দেওয়ায় গ্রামবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তার দাবি, সীমান্তে টহল ব্যবস্থার শিথিলতার সুযোগে বিএসএফ সদস্যরা এ কাজ করেছে।
তবে বিষয়টি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বিজিবি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেন, সীমান্তের কৃষকরা তাদের ধানক্ষেত রক্ষায় নিজ উদ্যোগে বেড়া তুলেছেন, বিএসএফ নয়।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে।
লুৎফর রহমান/এআরএস

