Logo

সারাদেশ

মিঠাপুকুরে ২ জনের মরদেহ উদ্ধার

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৫

মিঠাপুকুরে ২ জনের মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাজ্জাদ শালাইপুর তেলীপাড়া গ্রামের কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বলদিপুকুর বাসস্ট্যান্ডে মোবাইল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির কাজ করতেন।

রোববার রাত ৩টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দিয়ে ও মাইকিং করে খোঁজ করতে থাকেন। তারা জানান, সাজ্জাদের মানসিক সমস্যা ছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে প্রায় ৩০০ গজ দূরে এক পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে মিঠাপুকুর থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

অন্যদিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে আব্দুল মান্নান (৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত আজিজার রহমানের ছেলে।

মান্নানের স্ত্রী রুপালি বেগম বলেন, রাতে একসঙ্গে খাওয়া শেষে স্বামী বাইরে যাবেন বলে ঘর থেকে বের হন। সকালে ডাকার পরও সাড়া না পেয়ে তার ছেলেরা ঘরে গিয়ে মান্নানকে ফাঁসিতে ঝুলে থাকতে দেখেন।

স্থানীয়রা জানান, মান্নান মিয়া জেদি প্রকৃতির মানুষ হলেও এলাকায় কারও ক্ষতি করতেন না। কেউ কেউ দাবি করছেন, স্ত্রী-সন্তানের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

মিঠাপুকুর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, সাজ্জাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মান্নানের ঘটনায় পরিবার কোনো অভিযোগ না করায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

রাখিবুল হাসান /এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর