Logo

সারাদেশ

কচুয়ায় সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩১

কচুয়ায় সড়কের পাশের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের কচুয়ায় সড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্বরোড এলাকার সুলতানা পেট্রোল পাম্পের সামনে থেকে কড়ইয়া ব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়। এতে সড়কের পাশে নির্মিত পাকা ও আধাপাকা অবৈধ স্থাপনাগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, বিশ্বরোড এলাকায় অবৈধ স্থাপনার কারণে নিয়মিত যানজট হতো। এসব উচ্ছেদ করায় স্থানীয়রা স্বস্তি পেয়েছেন। অভিযানে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, উচ্ছেদের আগে মাইকিং করে মালামাল সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু স্থাপনা না সরানোয় সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী, সেনা ক্যাম্পের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর