Logo

সারাদেশ

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাস প্রত্যাহারের দাবিতে ভাঙ্গায় মানববন্ধন

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৬

ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাস প্রত্যাহারের দাবিতে ভাঙ্গায় মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন—আলগী ও হামিরদী—কে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ফের মানববন্ধন করেছে আন্দোলনকারীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ড এলাকায় অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তবে এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

মানববন্ধনে বক্তব্য দেন সোয়াদি গ্রামের ইমরান মাতুব্বর। তিনি বলেন, ‘আমরা অখণ্ড ভাঙ্গা চাই। দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা জনগণ মানছে না। আমরা চাই দ্রুত ফরিদপুর-৪ আসনের সঙ্গে যুক্ত করা হোক।’

তিনি আরও দাবি করেন, ‘আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়া, সমাজসেবক পলাশ মিয়াসহ যাদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। নিরপরাধ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে।’

এদিকে আন্দোলনের অপর একটি অংশ রোববার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবরোধ কর্মসূচি স্থগিত করে। তবে অন্য গ্রুপ সোমবার নির্ধারিত মানববন্ধন পালন করে।

ইমরান মুন্সী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর