বগুড়ায় নদী ভাঙনে বিলীন শত শত বিঘা জমি, স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০
-(49)-68d151d934d3e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চারটি গ্রামের শত শত আবাদি জমি বাঙালি নদীর ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও প্রায় আট শতাধিক বিঘা জমি। ভাঙনের কারণে বিনোদপুর গ্রামের প্রধান সড়কটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
নদী ভাঙনরোধ ও রাস্তা সংস্কারের দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের বিনোদপুর সাহেববাড়ী এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা।
গ্রামের মানুষ জানান, প্রতি বছর নদীর ভাঙনে জমি হারিয়ে তাঁরা নিঃস্ব হয়ে পড়ছেন। বিনোদপুর, চককল্যানী, ম্যাচকান্দি ও ওমরপাড়া গ্রামের কৃষকদের আবাদি জমি দিন দিন নদীতে বিলীন হয়ে যাচ্ছে। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে কয়েকটি গ্রামের কৃষি জমিই শেষ হয়ে যাবে।
এ ছাড়া সাহেববাড়ী বাঁধ নির্মাণ হলেও এর ওপর দিয়ে চলাচলের রাস্তাটি মাটি দিয়ে ঢেকে দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। এখন মাত্র ৮০ থেকে ১০০ ফুট রাস্তার জন্য বিনোদপুরের মানুষকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে ফসল ঘরে তুলতে হচ্ছে।
ভুক্তভোগী ছানার আলী বলেন, ‘আমাদের এক বিঘা জমি থেকে এখন আধা বিঘা জমি বাকি আছে। এটিও নদী ভাঙনের মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে সর্বস্বান্ত হয়ে যাব।’
মানববন্ধনে অংশ নেওয়া হুমায়ুন কবির বিপ্লব, বাবলু মিয়া ও নূর–আমিনসহ অন্যরা বলেন, আমরা প্রতি বছর ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। দ্রুত নদী ভাঙনরোধ ও রাস্তা সংস্কার না হলে চাষাবাদ ও চলাচল বন্ধ হয়ে যাবে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সোহেল রানা বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা করে সরেজমিন পরিদর্শন করে দ্রুত সমাধান করা হবে।
- আব্দুল ওয়াদুদ/এমআই