বগুড়ায় আদালত থেকে জোড়া খুন মামলার আসামির পলায়ন, তদন্ত কমিটি গঠন

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩
-(51)-68d15e3d1c1bc.jpg)
জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম।
বগুড়ায় আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে উঠানোর সময় চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন ওঠেছে। পুলিশ পলাতক আসামিকে ধরতে জোর তৎপরতা শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
রফিকুল ইসলাম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুলকে বগুড়া জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়েছিল। হাজিরা শেষে তাকে হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় পুলিশি নজর এড়িয়ে সে কৌশলে পালিয়ে যায়। অনেকেই মনে করছেন, এটি দায়িত্বপ্রাপ্ত পুলিশের চরম গাফিলতির প্রমাণ।
এই ধরনের স্পর্শকাতর মামলার আসামির আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া সাধারণ মানুষ নিরাপত্তার বড় ঘাটতি হিসেবে দেখছেন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, আজ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে নেওয়ার পথে রফিকুল ইসলাম পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
তিনি আরও জানান, জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কারো গাফিলতি পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- জুয়েল হাসান/এমআই