Logo

সারাদেশ

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

অভিযানের সময় মূল্য তালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখার অভিযোগে তিনটি মুদির দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে একটি ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় এসব জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানগুলোকে নির্দেশ দেন, প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা দোকানে প্রদর্শন বাধ্যতামূলক করতে হবে। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

অভিযানের সময় উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত বাজার মনিটরিং ও এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

অভিযানে কর্ণফুলী থানার একটি পুলিশ টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

  • সালাহ উদ্দিন/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর