Logo

সারাদেশ

৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮

৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) পৃথক ঘটনায় মহেশপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে তারা এসব নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন একজন নারী ও একজন পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করে। সীমান্ত পিলার ৬০/৩১-আর-এর নিকট শূন্য লাইন বরাবর কোম্পানী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

অপরদিকে, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঘাডাংগা সীমান্ত দিয়ে ২ নারী ও ২ শিশুকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন আওতাধীন সুন্দরপুর বিএসএফ ক্যাম্প কমান্ডার বিজিবির কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরিত ব্যক্তিদেরকে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

  • এম বুরহান উদ্দীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর