Logo

সারাদেশ

মেঘনায় লঞ্চে গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

মেঘনায় লঞ্চে গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্টগার্ড

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সদরের হরিণাঘাট এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের মেডিকেল টিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ‘মিতালি-৭’ নামের যাত্রীবাহী লঞ্চে ওঠেন ওই গর্ভবতী নারী। মঙ্গলবার রাত ১২টার দিকে লঞ্চটি চাঁদপুরের হানারচর ইউনিয়নের হরিণাঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং জীবনঝুঁকির আশঙ্কা দেখা দেয়।

এ অবস্থায় ওই নারীর স্বজনরা কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-তে ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি হাই স্পিড বোটে মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ ঘটনাস্থলে যায়। পরে তারা ওই নারীকে অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন এবং নিরাপদে সদরঘাটে পৌঁছে দেন।

কোস্টগার্ডের কর্মকর্তা জানান, জনগণের সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, চিকিৎসা সহায়তা পেয়ে ওই নারীর স্বজনরা কোস্টগার্ডকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

লঞ্চ চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর