Logo

সারাদেশ

মুক্তিপণ দিয়ে ছাড়া পেল কক্সবাজারে অপহৃত ২ যুবক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৩

মুক্তিপণ দিয়ে ছাড়া পেল কক্সবাজারে অপহৃত ২ যুবক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও–ঈদগড় সড়ক থেকে অপহৃত দুই মোটরসাইকেল আরোহী মুক্তিপণের ৭০ হাজার টাকা দেওয়ার পর ছাড়া পেয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে যে স্থান থেকে তাদের অপহরণ করা হয়েছিল, সেই একই জায়গায় তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

ভুক্তভোগীদের পরিবার জানায়, অপহৃতদের মধ্যে হেলাল উদ্দিনের পরিবার ৫০ হাজার এবং মোক্তার আহমদের পরিবার ২০ হাজার টাকা মুক্তিপণ দেয়। টাকা নেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হলেও সঙ্গে থাকা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা।

অপহরণের শিকার মোক্তার আহমদ ও হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের গভীর পাহাড়ি এলাকায় ডাকাত দলের আস্তানায় নিয়ে যাওয়া হয়। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা হেঁটে সেখানে পৌঁছানোর পর ডাকাতরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে মুক্তিপণের টাকা আদায় করে।

তারা জানান, ডাকাত দলের হাতে ছিল দুটি দেশীয় বন্দুক ও পাঁচটি ধারালো অস্ত্র।

এ বিষয়ে ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিয়েছে।

তবে শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়েই তাদের মুক্তি মিলেছে; প্রশাসনের অভিযানে কোনো ফল পাওয়া যায়নি।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপহরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর