শৈলকুপায় দুর্গাপূজার ৬ মূর্তি ভাঙচুর, মানসিক প্রতিবন্ধী আটক
 
						ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩
-68d275233a448.jpg) 
					সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫ নম্বর ফুলহরি ইউনিয়নের হরিতলা মন্দিরে দুর্গাপূজার মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে স্থানীয় মানসিক প্রতিবন্ধী মনজের আলী (৫১) (মঞ্জের পাগল) মন্দিরে প্রবেশ করে অসুর, কার্তিক, স্বরসতি সহ ৬টি মূর্তির মাথা ভেঙে দেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মঞ্জের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার ভোর পর্যন্ত কমিটির লোকজন মন্দিরে পাহারা দিচ্ছিল।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে এটি মানসিক প্রতিবন্ধীর কর্মকাণ্ড বলে মনে করা হলেও, পেছনের কোনো প্ররোচনা আছে কি না তা যাচাই করা হচ্ছে।
খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুরহান উদ্দিন/এআরএস


 
			