Logo

সারাদেশ

টেকনাফ পাহাড় থেকে ৫ ভিকটিম উদ্ধার, ২ অপহরণকারী আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৯

টেকনাফ পাহাড় থেকে ৫ ভিকটিম উদ্ধার, ২ অপহরণকারী আটক

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড় থেকে পাঁচজন ভিকটিমকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাত ১০টায় বাহারছড়া আউটপোস্ট একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অপহরণকারীদের গোপন আস্তানায় বন্দি পাঁচজনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর সকালে দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারে হস্তান্তর করা হয়েছে এবং আটক অপহরণকারীদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মানবপাচার রোধে কোস্ট গার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

ইব্রাহীম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অপহরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর