ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে আবারও মানববন্ধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৫
-68d277e463743.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এলাকাবাসী আবারও সরব হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চতুর্থ দফার দ্বিতীয় দিনে ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদি বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটি’র ব্যানারে শতাধিক নারী-পুরুষ শান্তিপূর্ণভাবে অংশ নেন। আন্দোলনকারীরা পাঁচ দফা দাবিতে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। মানববন্ধনের সময় সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটে না।
আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি :
১. আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করা হোক।
২. আন্দোলনের সাথে জড়িত গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।
৩. আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা সব মামলা প্রত্যাহার করা হোক।
৪. পুলিশি হয়রানি ও দমন-পীড়ন বন্ধ করা হোক।
৫. ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো নতুন মামলা দেওয়া যাবে না।
এর আগে, রোববার (২১ সেপ্টেম্বর) আলগী ও হামিরদী ইউনিয়নের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে চলমান অবরোধ কর্মসূচি ১০ কর্মদিবস পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেয়।
ইমরান মুন্সী/এআরএস