কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১২
-68d280b263868.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জে আন্তঃনগর ট্রেনের ৯টি আসনের ৩টি টিকিটসহ একজন কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। এ সময় ৩টি টিকিট ও ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটককৃত আসামি কটিয়াদী উপজেলার আব্দুস সালামের ছেলে মোহাম্মদ রিপর মিয়া (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রেলের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
জানা গেছে, দুপুরে কিশোরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার জন্য ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের ৯টি আসনের ৩টি টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।
ভৈরব বাজার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ইনচার্জ হাসান মাহমুদ (শোয়াইব) বলেন, ‘রেলস্টেশনে টিকেট কালোবাজারি রোধ ও কালোবাজারিদের আইনের আওতায় আনার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। আজ গচিহাটা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের এবং এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
আব্দুর রউফ ভূইয়া/এআরএস