গাইবান্ধায় ডোবা ও ড্রেন থেকে ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১
-68d289b9aece0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার ভেগীর ব্রিজসংলগ্ন একটি ডোবা থেকে কৃষক মোজাফ্ফর হোসেনের (৬০) লাশ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার পবনাপুর ইউনিয়নের মৃত কফিল উদ্দিনের ছেলে। পরিবার জানিয়েছে, মোজাফ্ফর সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা বাজার এলাকার সাহেবগঞ্জ ইক্ষু খামারের পানি চলাচলের ড্রেন থেকে সুমন মিয়ার (২৪) লাশ উদ্ধার করা হয়। সুমন উপজেলার সাপমারা ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। স্থানীয়রা দুপুরে তার মরদেহ ড্রেনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ‘সুমনের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
আতিকুর রহমান/এআরএস