Logo

সারাদেশ

মেহেরপুরে মুদি দোকানের সামনে থেকে বোমা উদ্ধার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫২

মেহেরপুরে মুদি দোকানের সামনে থেকে বোমা উদ্ধার

ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে গ্রামের ক্লাববাজার সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে লাল রঙের বোমা দুটি উদ্ধার করা হয়।

কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রহিদুল সুপার মার্কেটের মুদি ব্যবসায়ী কামরুজ্জামান লিপুর দোকানের সামনে ঝাড়ু দিতে গেলে তার স্ত্রী বোমা দুটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে বোমাগুলোকে পানি ভর্তি বালতিতে রাখে।

বোমার খবর ছড়িয়ে পড়লে গ্রামে আতঙ্ক দেখা দেয়। এর এক মাস আগে একই গ্রামের একটি দোকানের সামনেও দুর্বৃত্তরা বোমা রেখে গিয়েছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধার হওয়া দুটি বোমা পানিতে রাখা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর