Logo

সারাদেশ

দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০২

দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ছবি : বাংলাদেশের খবর

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূজা মণ্ডপগুলোতে চলছে তৎপরতা। কাদামাটি, খড়, বাঁশ ও সুতলির ছোঁয়ায় শিল্পীরা গড়ে তুলছেন দেবী দুর্গা ও তার সন্তানদের প্রতিমা। আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও দিন-রাত এক করে পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা।

উপজেলায় ভুলতা, সাওঘাট, গোলাকান্দাইল, মুড়াপাড়া, বানিয়াদি, কাঞ্চন, পিতলগঞ্জ ও পূর্বাচলসহ ৪৯টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি চলছে। শিল্পীরা ধ্যানমগ্ন হয়ে প্রতিমা তৈরি করছেন, খাবার-পরিশ্রম বা ঘুম কমিয়ে সাধনার মতো কাজ চালাচ্ছেন।

শ্যামল পাল জানান, ‘আমরা ১৬টি প্রতিমা তৈরি করছি। আবহাওয়ার বাধা থাকলেও সময়মতো সব শেষ করার চেষ্টা করছি।’

পরিমল পাল বলেন, ‘প্রতিমার চোখ-মুখে প্রাণ আসলে সব কষ্ট ভুলে যাই।’

রূপগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল বলেন, ‘উপজেলা প্রশাসন ও পুলিশের সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাসে ৪৯টি মণ্ডপে শান্তিপূর্ণ পূজা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক নজরদারি করবেন। আযান ও নামাজের সময়কে সম্মান দিয়ে পূজা-অর্চনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আটাশ সেপ্টেম্বর ষষ্ঠী থেকে পূজা শুরু হয়ে, দুই অক্টোবর বিজয় দশমীতে শেষ হবে।

আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর