টঙ্গী কেমিকেল গোডাউন এলাকায় চলাচলে ফায়ার সার্ভিসের সতর্কবার্তা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭
---2025-09-23T193621-68d2a2875a9e3.jpg)
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি কেমিকেল গোডাউনের আশপাশে ঝুঁকির আশঙ্কায় সাধারণ জনগণকে সতর্কবার্তা দিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
সংস্থাটি জানিয়েছে, গোডাউনটির চারপাশে ১০০ মিটার রেডিয়াসের ভেতরে জনসাধারণের চলাচলে ঝুঁকি থাকতে পারে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন জানান, কেমিকেল মজুদের কারণে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে একাধিক ইউনিট কাজ করছে। পাশাপাশি আশপাশের জনগণকে নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানিয়েছে, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে। জরুরি প্রয়োজনে কেউ যেন ওই এলাকায় প্রবেশ না করে সে বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।
ছালেহ উদ্দিন বলেন, ‘গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রয়েছে। এ ধরনের রাসায়নিক দুর্ঘটনা দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে ১০০ মিটার এলাকা এড়িয়ে চলার অনুরোধ করছি।’
- এনএমএম/এমআই