Logo

সারাদেশ

মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২

মানিকগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জে দুই শিশুসহ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মা বিষ খাইয়ে সন্তানদের সঙ্গে আত্মহত্যা করেছেন।

নিহতের নাম শেখা আক্তার (২৯)। তিনি সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বংখুরী গ্রামের ছামাদের মেয়ে। বর্তমানে তিনি পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় স্বামী শাহীন দেওয়ানের ভাড়া বাসায় থাকতেন। স্বামী জীবিকার তাগিদে গত ১১ আগস্ট মালয়েশিয়ায় গেছেন। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার কবি মহিদুর সড়কের ওই বাসার একটি কক্ষ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। নিহতদের মধ্যে শেখা আক্তারের আগের সংসারের ৮ বছরের ছেলে এবং বর্তমান স্বামীর সঙ্গে থাকা ২ বছরের এক কন্যা সন্তান রয়েছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে শেখা আক্তার দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন। খবর পেয়ে পুলিশ কক্ষের দরজা ভেঙে তিনজনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে বিষপানের আলামতও জব্দ করা হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে মা দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আফ্রিদি আহাম্মেদ /এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর