পটিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত, ক্ষতি ২০ লাখ টাকা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তিনটি ঘর পুড়ে যায়। ঘরের ভেতরের সব মালামালও আগুনে ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নগেন্দ্র দাশের তিন পুত্র : বিমল দাশ, নির্মল দাশ ও বাবুল দাশ।
ক্ষতিগ্রস্ত বিমল দাশ জানান, তার ছেলে নিউটন দাশ মাত্র সাত মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু এ অগ্নিকাণ্ডে তাদের বসতঘরের সবকিছুই পুড়ে গেছে। তিনি আরও বলেন, মাটির ঘর হওয়ায় যে কোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাজেশ বড়ুয়া জানান, খবর পেয়ে একটি ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইমরান হোসেন মুন্না/এআরএস

