Logo

সারাদেশ

৯০ বছর পর মুকসুদপুর থানার জমি ফিরল পুলিশের কাছে

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩

৯০ বছর পর মুকসুদপুর থানার জমি ফিরল পুলিশের কাছে

ছবি : বাংলাদেশের খবর

প্রায় ৯০ বছরেরও অধিক সময় বেদখল থাকা মুকসুদপুর থানার সাড়ে ৭ শতাংশ জমি অবশেষে বুঝে পেয়েছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে অবৈধভাবে দখল করা ব্যক্তিরা জমি ছেড়ে অন্যত্র চলে গেলে বিকেলে থানার কর্তৃপক্ষ তাদের জমি বুঝে নেন।

জানা যায়, ১৯১৭ সালে মুকসুদপুর থানার কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই থানার পাশের পরিত্যক্ত জমিতে আশ্রয় নিয়ে ব্যবসায়িক দোকানপাট গড়ে তোলে স্থানীয় কয়েকটি পরিবার। কয়েক বছর আগে থেকে থানার কর্তৃপক্ষ কয়েকবার নোটিশ দিয়েও তাদের জমি ছাড়াতে ব্যর্থ হন। সম্প্রতি পুলিশের সঙ্গে আলোচনার পর তারা স্বেচ্ছায় জমি ছেড়ে দেয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘দীর্ঘদিন পর আমরা আমাদের জমি ফিরে পেলাম। তারা থানার জমি দখল করায় আমরা সার্বক্ষণিক নিরাপত্তার ঝুঁকিতে ছিলাম। তাদের স্থাপনাটি থানার সীমানার কোল ঘেষে থাকায় সীমানা প্রাচীর তোলা সম্ভব হচ্ছিল না। অবশেষে তারা আলোচনার মাধ্যমে জমি ছাড়ায়, ফলে ৯০ বছরেরও বেশি সময় পর আমাদের জমি ফিরে পেলাম।’

পলাশ সিকদার/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর