কুষ্টিয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে লক্ষ্য করে গুলি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৫
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এক পল্লী বিদ্যুৎ কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো ও মারপিটের ঘটনা ঘটেছে।
মামলার বিবরণে জানা যায়, চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় তাজমল হোসেনের বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তার ছেলে আব্দুর রহিম (২৫) ক্ষিপ্ত হয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান। প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়া হলেও লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গুলি শেষ হওয়ায় আব্দুর রহিম লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে আগ্নেয়াস্ত্রের বাটদিয়ে আঘাত করেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় সোহাগ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান।
খবর পেয়ে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লাইনম্যানকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, তাজমল হোসেনের চার মাসের বিলের মোট বকেয়া ৪ হাজার ৯২১ টাকা। নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করলে আব্দুর রহিম ক্ষুব্ধ হয়ে লাইনম্যানদের ওপর আক্রমণ চালান।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, বিদ্যুৎ গ্রাহকের ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে। ভেড়ামারা থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং ১৮, তারিখ ২৩/৯/২৫।
আকরামুজজামান আরিফ/এআরএস

