আশুলিয়ায় সড়ক অবরোধ করা শ্রমিকদের ওপর পুলিশের জল কামান

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭

ছবি : বাংলাদেশের খবর
আশুলিয়ায় বন্ধ কারখানা পুনরায় খোলার পাশাপাশি বকেয়া বেতন ও পাওনাদির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নাসা গ্রুপের শ্রমিকরা। এতে সড়কে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। পরে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
সেনাবাহিনী থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, নাসা গ্রুপের শ্রমিকদের দাবি পূরণের জন্য সকাল থেকেই শ্রমিকরা আসা শুরু করলে তাদের মধ্যে কিছু দলীয় স্বার্থান্বেষী গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এর ফলে ছোড়া ইট-পাটকেলের আঘাতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কিছু সদস্য আহত হন।
পরে কর্মকর্তা ও সহকারীদের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠলে পুলিশকে জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে বাধ্য হতে হয়। সেনাবাহিনী সকাল থেকে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু শ্রমিকদের মধ্যে কোনো নেতৃত্ব না থাকায় এবং কিছু অসাধু ব্যক্তির প্রভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে নাসা গ্রুপের শ্রমিকদের ভোগান্তি বেড়ে যায়।
শ্রমিকরা জানান, ‘আমাদের আগষ্ট মাসের বকেয়া বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করতে হবে। যদি দাবি মেনে নেওয়া না হয়, আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, ‘সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। তা স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’