Logo

সারাদেশ

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গন্ধবপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও স্টেশনের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণ সেকশনের অধিকাংশ যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে যায়। ফলে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছে মালিকপক্ষ।

প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ব্রিগেডিয়ার আশরাফ বলেন, ‘সিট ক্রাশিং সেকশনে আগুন লাগে। এতে বিভিন্ন যন্ত্রপাতি ও কাঁচামাল পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।’


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, ‘খবর পেয়ে মোট পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এন বি আকাশ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর