Logo

সারাদেশ

মহেশপুরে সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১

মহেশপুরে সাপের কামড়ে দুই বছরের শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে দুই বছরের মিথিলা খাতুনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি দুর্গাপুর গ্রামের মুজাহিদ ইসলামের কন্যা।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে শিশুটি বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। গভীর রাতে হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। অসুস্থ হয়ে পড়লে প্রথমে মিথিলাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিশুটির পরিবার ও স্থানীয়দের ধারণা, মৃত সাপটি রাসেল ভাইপার প্রজাতির। তারা জানান, প্রায় দশ দিন আগে একই ঘরে একটি রাসেল ভাইপার ঢুকেছিল, তবে তা মারা সম্ভব হয়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ ঘটনা নিশ্চিত করেছেন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর