Logo

সারাদেশ

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, হরতাল ও ক্লাস বর্জন হুঁশিয়ারি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৪

খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, হরতাল ও ক্লাস বর্জন হুঁশিয়ারি

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেঙ্গী স্কয়ার, মহাজনপাড়া, আদালত সড়ক ও নারকেলবাগান ঘুরে শাপলা চত্বর এলাকায় শেষ হয়। এরপর শাপলা চত্বরের মুক্ত মঞ্চে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সঞ্চালনা করেন নেপোলিয়ন চাকমা। সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষার্থী উক্যেনু মারমা। সমাবেশে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধি সুমন চাকমা, বাগীশ চাকমা, কৃপায়ন ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের প্রতিনিধি আকাশ ত্রিপুরা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের নারী প্রতিনিধি ওয়াপাই মারমা ও সাধারণ শিক্ষার্থী অংক্যমং মারমা প্রমুখ।

বক্তারা বলেন, পাহাড়ে কোনো নারীই আজ নিরাপদ নয়। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং বিচার না হওয়ায় অপরাধীরা এমন কাজ বারবার করছে। এ বছরের ২৭ জুন সদরের ভাইবোনছড়া এলাকায় এবং ১৮ সেপ্টেম্বর গুইমারা সিন্দুকছড়িতে শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া গণধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা এ ধরনের ঘৃণিত কাজ চালিয়ে যাচ্ছে।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আসামিদের গ্রেপ্তার না করা হয়, তবে তিনটি আলটিমেটাম দেয়ার হুঁশিয়ারি দেন। এর মধ্যে রয়েছে : খাগড়াছড়ি জেলায় বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ, পার্বত্য চট্টগ্রামে নারী নিপীড়নের বিরুদ্ধে নারী সমাবেশ এবং জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন।

ভিকটিম শিক্ষার্থীর পিতা জানান, প্রতিদিনের মতো সন্ধ্যা ৬টার দিকে তার মেয়ে প্রাইভেট পড়তে যায় এবং রাত ৯টার দিকে ফেরে। কিন্তু গতকাল নির্ধারিত সময়ে ঘরে না আসায় শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে খুঁজে রাতে ১১টার দিকে একটি ক্ষেতে অজ্ঞান অবস্থায় পেয়ে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন বলেন, শিক্ষার্থীর পিতা বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ ঘটনায় শয়ন শীল নামে একজনকে আটক করা হয়েছে এবং বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর