Logo

সারাদেশ

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৮

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর কলাপাড়ায় নাজমিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত নাজমিন বেগম ওই এলাকার জাকারিয়া হোসেনের স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই স্বামী ও সন্তানদের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন নাজমিন। প্রায় এক মাস আগে সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন তিনি।

সকালে পরিবারের সদস্যরা তার শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় মরদেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা থাকায় পরিবারের কিছু সদস্য ও প্রতিবেশীরা মৃত্যুর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতাল পাঠায়। কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

পুলিশ জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জাকারিয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর