ফেনীর সোনাগাজীতে দুর্ধর্ষ ডাকাত সাজু গ্রেপ্তার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহজাহান সাজুকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ১০টি ডাকাতি মামলার পাশাপাশি চুরি ও চিনতাইসহ অন্তত ১৫টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের মাইন উদ্দিনের পুত্র শাহজাহান সাজুকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘দুর্ধর্ষ ১০টি ডাকাতি ও একাধিক চুরি, চিনতাই মামলার স্বীকৃত আসামি সাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’
এমরান পাটোয়ারী/এআরএস

