সোনাগাজীতে স্ত্রী হত্যার ৮ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৯
ফেনীর সোনাগাজীতে যৌতুকের দাবিতে স্ত্রী খাইরুন নাহার পিনু (২২)-কে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মাঈন উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এএনএম মোর্শেদ খান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত মাঈন উদ্দিন পূর্ব চরসাহাভিকারী এলাকার আবদুস শুকুরের ছেলে। নিহত পিনু একই উপজেলার পূর্ব তুলাতুলী এলাকার মো. নুরুন নবীর মেয়ে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১ মে মাঈন উদ্দিন ও পিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য পিনুকে নির্যাতন করছিলেন মাঈন উদ্দিন। ২০১৭ সালের ২৪ জুলাই তিনি পিনুকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় পিনুর ভাই বেলায়েত হোসেন বাদি হয়ে সোনাগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সোনাগাজী মডেল থানার এসআই তাজুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন।
২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর আদালত মাঈন উদ্দিনসহ অন্য ৬ জনকে অভিযুক্ত করে অভিযোগ গঠন করেন। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে মাঈন উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা এবং অপর আসামীদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌসুলি (পিপি) সাহাবউদ্দিন আহমেদ জানান, মাঈন উদ্দিনের দ্বারা স্ত্রীর শ্বাসরোধে হত্যা প্রমাণিত হয়েছে। অন্য ৬ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ যথাযথ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
এমরান পাটোয়ারী/এআরএস

