Logo

সারাদেশ

শ্রীপুরে দুর্গোৎসবের নিরাপত্তা পরিদর্শনে র‍্যাব কমান্ডার

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৭

শ্রীপুরে দুর্গোৎসবের নিরাপত্তা পরিদর্শনে র‍্যাব কমান্ডার

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১ এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি পৌর এলাকার শ্রীপুর বাজার সার্বজনীন দুর্গা মন্দির, লৌহাগাছ রবিদাস সার্বজনীন দুর্গা মন্দির, মাওনা বাজার সার্বজনীন দুর্গা মন্দিরসহ আশপাশের একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড পর্যবেক্ষণে র‍্যাবের আইসিটি বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে। তিনি পূজা আয়োজকদের মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন এবং সাংবাদিকদের গুজব শনাক্ত ও প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

লেফটেন্যান্ট নাফিজ আরও জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয় পূজা আয়োজকরা র‍্যাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র‍্যাবের উপস্থিতি ও আশ্বাসে তাঁরা উৎসবটি নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দুর্গাপূজা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর