‘কালীগঞ্জকে জঙ্গল বলায়’ মুফতি নাসির উদ্দিনকে বয়কটের ঘোষণা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
-68d3c9a35a2d1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালীগঞ্জকে ‘জঙ্গল’ বলে কটাক্ষ করার প্রতিবাদে মুফতি নাসির উদ্দিন খাঁনকে বয়কট ও অবাঞ্ছিত ঘোষণা করেছে কালীগঞ্জবাসী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নতুন ব্যাংক মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরিক সমাজের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ছাত্তার মোল্লা নাসির উদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সমাবেশে বক্তারা জানিয়েছেন, কালীগঞ্জের মর্যাদা কলঙ্কিত করা এসব মন্তব্য আর মেনে নেওয়া হবে না।
বিক্ষোভকারীরা ৬ দফা দাবি উত্থাপন করেছেন, যার মধ্যে রয়েছে বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা, মানহানির দায় স্বীকার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
এআরএস