Logo

সারাদেশ

ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

Icon

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

ধর্মপাশায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে পড়ে ইসরাত মনি (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইসরাত ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে ইসরাত বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলতে খেলতে অসাবধানতাবশত সে পাশের ডোবার পানিতে পড়ে যায়। কিছুক্ষণ তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

অবশেষে প্রায় একঘণ্টা পর সকাল সাড়ে আটটার দিকে তাকে ডোবা থেকে উদ্ধার করে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নাফ বলেন, ‘একটি নিষ্পাপ প্রাণের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। পরিবারটি এখন শোকে মুহ্যমান।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর