কোটালীপাড়ায় দুর্গাপূজা উদযাপনে মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫০
-68d3ccf4004d8.jpg)
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়া থানা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কোটালীপাড়া থানা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রতিটি ইউনিয়নের পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মুক্ত আলোচনার মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়।
এবার উপজেলার ৩২১টি সার্বজনীন পূজা মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক দল গঠন করে মন্দির সুরক্ষার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা থানা পুলিশ, আনসার ভিডিপি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক মহলগুলো মিলিতভাবে পূজা উদযাপন সংক্রান্ত সহযোগিতা প্রদানে আলোচনা করেন। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।
অংকন তালুকদার/এআরএস