মতলবে বিএনপির ৩১ দফা প্রচারে একদিনে প্রায় ১ লাখ লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৮
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় এক লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৫টি দল পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট তুলে দেন।
দুপুরে উপজেলার কালিপুর বাজার ও পাশবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।
বিএনপির এই নেতা গণসংযোগকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আজ জাতীয় প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে পরিচালনার জন্য বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে। তিনি প্রতিশ্রুতি দেন, ‘বিএনপি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে।’
মতলব উত্তর থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহজালাল প্রধান, উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য কামরুল ঢালী, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সরকার নেওয়াজ শরীফ, উপাদি উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি দিদার ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
আলআমিন ভূঁইয়া/এআরএস

