Logo

সারাদেশ

কুষ্টিয়ায় কমিউনিস্ট পার্টির নামে শিক্ষকদের কাছে চাঁদা দাবির অভিযোগ

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭

কুষ্টিয়ায় কমিউনিস্ট পার্টির নামে শিক্ষকদের কাছে চাঁদা দাবির অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কয়েকজন শিক্ষক চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। অভিযুক্তরা নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা ও সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। ঘটনার কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকদের মধ্যে দু’জন ইতিমধ্যেই বিকাশের মাধ্যমে চাঁদা পরিশোধ করেছেন। নিরাপত্তার কারণে তারা এ বিষয়ে মুখ খুলতে চাচ্ছেন না।

শিক্ষকেরা অভিযোগ করছেন, অপরিচিত কিছু ব্যক্তি ভুয়া পরিচয় ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ দাবি করছে। চাঁদা না দিলে পরিবারসহ তাদের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে।

মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জয়শ্রী হালদার জানান, শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে একটি নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য আবীর হোসেন হিসেবে পরিচয় দেন। তিনি তার পরিবার ও ব্যক্তিগত বিষয় সম্পর্কে সবকিছু জানেন বলে দাবি করেন এবং চাঁদা না দিলে ক্ষতি হবে বলে হুমকি দেন।

স্থানীয় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিভাস কুমার পালও একইভাবে চাঁদাবাজির শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন, ভয়ে পরিবার ও নিজস্ব নিরাপত্তার জন্য বিকাশ নম্বরে ১০ হাজার টাকা পাঠানো হয়েছে। এরপরও বিভিন্ন নম্বর থেকে ফোন করে আরও টাকা দাবি করা হচ্ছে।

কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস জানান, একটি সংঘবদ্ধ চক্র ভুয়া পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করছে। বিষয়টি প্রশাসনের কাছে জানানো হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন যে, চাঁদার দাবিকে উপেক্ষা করে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ জানাতে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, ফোনের নম্বরগুলো মাদারিপুর জেলার। সংঘবদ্ধ অপরাধীরা ভুয়া পরিচয় ব্যবহার করে ভয় দেখিয়ে অর্থ আদায় করে থাকে। তাই ভুক্তভোগীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। র‌্যাব বিষয়টি নিয়ে কাজ করছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর