Logo

সারাদেশ

গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা, মাতৃসেবা ও পারিবারিক সুসম্পর্কে মনোযোগ

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭

গাইবান্ধায় বউ-শাশুড়ি মেলা, মাতৃসেবা ও পারিবারিক সুসম্পর্কে মনোযোগ

ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধায় স্বাভাবিকভাবে সন্তান প্রসব ও মাতৃসেবা বৃদ্ধির লক্ষ্যে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাঠে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশন ও মমতা প্রকল্পের আয়োজনে মেলার আয়োজন করা হয়। মেলায় ১শ’ বউ-শাশুড়ি অংশগ্রহণ করেন।

মেলায় বউ-শাশুড়ির মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলা এবং পারিবারিক সুসম্পর্ক স্থাপনের জন্য মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, এনডিসি, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল ও অন্যান্য সংশ্লিষ্টরা।

আতিকুর রহমান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর