আ.লীগ দেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : সারজিস
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১
ছবি : বাংলাদেশের খবর
আওয়ামী লীগ দেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পাবলিক লাইব্রেরিতে দলটির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দল হিসেবে তাদের বিচার হবে এবং নিষিদ্ধ করা হবে। ফ্যাসিস্ট ও ছাত্র-জনতা কখনো একসাথে চলতে পারে না, পারবেও না।’
তিনি আরও বলেন, ‘এনসিপি নিবন্ধনের জন্য সকল রকম আইন-কানুন মেনে শাপলা প্রতীক চেয়েছে। নির্বাচন কমিশনারের সচিব গতকাল জানিয়েছেন, তাদের তালিকায় শাপলা প্রতীক নেই। আইনগতভাবে যেখানে কোন বাঁধা নেই সেখানে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না?’
সারজিস আলম বলেন, ‘ভারতের আশীর্বাদ ও মদদপুষ্ট হয়ে কোনো রাজনৈতিক দল দেশে রাজনীতি করতে পারবে না। দেশের বাহির থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করার চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে যাওয়া যাবে না। দেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণ না করে নির্বাচনে যাওয়া হবে ক্ষমতার লোভের প্রমাণ। হাজারো গণহত্যার শহীদ পরিবারের বিচার শেষ না করে নির্বাচন আয়োজন করা যাবে না। আওয়ামী গণহত্যাকারীদের অংশগ্রহণে বাংলাদেশে আগামীতে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
জাতিসংঘ সফর নিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা যে হেনস্তার শিকার হয়েছেন, তা অন্তর্বতীকালীন সরকারের ব্যর্থতা প্রমাণ করে। রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা আগেভাগে নিশ্চিত করা প্রয়োজন ছিল। যারা এসব ঘটনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে।’
গণঅধিকার ও এনসিপির ঐক্যবদ্ধতার বিষয়ে সারজিস আলম বলেন, ‘জনগণ আমাদের ঐক্যবদ্ধ দেখতে চায়। যারা দেশের জন্য কাজ করে, তাদের একসাথে কাজ করতে চায় সাধারণ মানুষ। দেশের স্বার্থে গণঅধিকার ও এনসিপির ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা চলছে।’
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ, সুনামগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা সুমন।
- মো. আব্দুল হালিম/এমআই

