Logo

সারাদেশ

হালুয়াঘাটে ৫৪ পূজামণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা

Icon

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

হালুয়াঘাটে ৫৪ পূজামণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৪টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বিজিবির তদারকিতে উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি চলছে।

উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অনুষ্ঠিত হওয়া পূজামণ্ডপে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর নিয়মিত মোতায়েন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরও ২ প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

অধিনায়ক মেহেদী হাসান আরও বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র দত্ত বলেন, সরকারি উদ্যোগ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পূজার সার্বিক সহযোগিতায় এগিয়ে এসেছে, যা নির্বিঘ্নে পূজা উদযাপনে সহায়তা করবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্গাপূজা বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর