Logo

সারাদেশ

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করল বিএসএফ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৭

ভোলাহাট সীমান্তে ১৯ জনকে পুশইন করল বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁদশিকারী সীমান্তের মধ্য দিয়ে বুধবার ভোর পাঁচটার দিকে ১৯ জনকে বাংলাদেশে ঢুকে পড়ার পর পুনরায় পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁদশিকারী বিওপি এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস-এর কাছ দিয়ে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ-এর কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ১৯ জনকে ঠেলে দিয়েছে। পুশইন করা ব্যক্তিদের মধ্যে রয়েছে ৩ শিশু, ৬ নারী এবং বাকি পুরুষ।

পুশইন করা ব্যক্তিদের মধ্যে কয়েকজনের নাম ও ঠিকানা হলো : মোঃ আসাদুল ইসলাম (৩৩) – চরআষাড়িয়াদহ, রাজশাহী; মো. দেলোয়ার হোসেন (২৮) – শ্রীরামপুর, রাজশাহী; মো. আরিফ হোসেন (৩৮) – আড়সিংরী পুকুরিয়া, যশোর; আব্দুর রহমান (৩৭) – চরখি কমলা, রাজবাড়ী; এবং আরও অনেকে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ১৯ জনকে পুশইন করার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এ একই সীমান্ত দিয়ে গত ৩ জুন ৮ জন এবং এর তিন মাস আগে ১৩ জনকে ঠেলে পাঠানো হয়েছিল।

বদিউজ্জামান রাজাবাবু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএসএফ বিজিবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর