Logo

সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে পারিবারিক বিরোধে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

নাইক্ষ্যংছড়িতে পারিবারিক বিরোধে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

আটক সুপন বড়ুয়া। ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত সোহেল বড়ুয়া (১৭) ও ঘাতক সুপন বড়ুয়া (৩০) দুজনেই রাধাকান্ত বড়ুয়ার সন্তান।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, পারিবারিক বিরোধের কারণে কথাকাটাকাটির একপর্যায়ে সুপন বড়ুয়া তার সৎভাই সোহেল বড়ুয়ার ওপর ছুরি দিয়ে আঘাত করে। এতে সোহেল গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. জাফর ইকবাল জানান, পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। এমএসএফ হাসপাতাল থেকে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জনতার সহযোগিতায় ঘাতক সুপন বড়ুয়াকে আটক করা হয়েছে। খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর