ফেনীতে বিএনপি নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিলের প্রতিবাদে বিক্ষোভ
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭
ছবি : বাংলাদেশের খবর
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীকে নিয়ে কটুক্তি ও ঝাড়ু মিছিলের প্রতিবাদে সোনাগাজী পৌর শহরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
চরদরবেশ ইউনিয়ন ছাত্রদল নেতা ইকবাল হোসেন রাজুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন যুবদল নেতা সাব্বির হোসেন তারেক, সোনাগাজী পৌর ছাত্রদল নেতা জিয়া উদ্দিন হৃদয়।
এসময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদ রানা, পৌর ছাত্রদল নেতা রকি ভুঁইয়া, রবিন, সাকিবসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্যে জিয়া উদ্দিন হৃদয় বলেন, ‘জুলাই আমাদের আবেগের জায়গা। সেটিকে কোনো বাণিজ্যের জন্য ব্যবহার করা চলবে না। যে করবে সে কোনো দলীয় পদে নেই। জেলা নেতৃবৃন্দ তাকে না ছিনাটা স্বাভাবিক। কিন্তু সেটি ব্যবহার করে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে কটুক্তিপূর্ণ আচরণ আমরা মেনে নিতে পারছি না।’
এমরান পাটোয়ারী/এআরএস

