Logo

সারাদেশ

টাইফয়েড টিকা বিষয়ে নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩

টাইফয়েড টিকা বিষয়ে নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

শিশু-কিশোর ও শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড টিকাদান নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা তথ্য অফিস আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের উপপরিচালক ফাহিমা জামান, সহকারী পরিচালক উজ্জ্বল হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

কর্মশালায় জানানো হয়, ২০১৯ সালের স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয় এবং আট হাজারের বেশি মানুষ মারা যায়। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশই শিশু। আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে টাইফয়েড টিকাদান শুরু হবে। এতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৫ কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

কর্মশালায় বক্তারা জানান, এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের টিকা দেওয়া যাবে না।

নারায়ণগঞ্জে প্রায় ৮ লাখ ১০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় কর্মশালায়। টিকাদান কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর