Logo

সারাদেশ

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১

সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

জলাবদ্ধতা নিরসনের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পাঁচ গ্রামের বাসিন্দারা মানববন্ধন করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে খাসনগর দিঘীর পূর্বপাড়ে শতাধিক নারী-পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশ নেন।

অংশগ্রহণকারীরা জানান, ৭ নম্বর ওয়ার্ডের খাসনগর দিঘীর পূর্বপাড়, দৌলতেরবাগ, হাতকোপা এবং ৮ নম্বর ওয়ার্ডের চৌদানা গ্রামসহ পাঁচটি গ্রামের মানুষ প্রতি বর্ষায় তীব্র জলাবদ্ধতার শিকার হন। পানি নিষ্কাশনের খাল ভরাট করে ফেলায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে রাস্তা-ঘাট ও বাড়িঘর পানির নিচে ডুবে যায়, মানুষ চরম দুর্ভোগে পড়েন।

এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা নোংরা পানি ডিঙিয়ে স্কুলে যায় এবং নানা পানি-বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মুসল্লিরাও মসজিদে নামাজে যেতে পারছেন না। নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর পক্ষে আবুল কাশেম জানান, জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বারবার আবেদন করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

মো. সজীব হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর