স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮
সাভারে নারীদের উত্যক্তের প্রতিবাদ করায় বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্স (৩৫) ও তার সঙ্গীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে রুবেলের ডান হাত ভেঙে গেছে, আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে অভিযোগ করেছেন ভুক্তভোগী রুবেল।
রুবেল জানান, কাজের একপর্যায়ে তিনি হাসপাতালের পাশের মাঠে কয়েকজন তরুণীকে এক যুবকের উত্যক্ত করতে দেখেন। তিনি বিষয়টি জানতে চাইলে ওই যুবকসহ আশপাশের ২৫-৩০ জন লাঠিসোটা নিয়ে তাকে ও তার সঙ্গীদের এলোপাথাড়ি পেটায়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীরা সেখানেও গিয়ে টেনে বের করার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা ফটক আটকে দিলে তারা সরে যায়।
আহতদের মধ্যে সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫) রয়েছেন। সাইদুরের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।

রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ ব্যাপারীর ভাতিজা রিমেল (২৪) এ হামলার নেতৃত্ব দেন। রিমেল নানা অপরাধের সঙ্গে জড়িত বলে এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি ফুটপাতে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, জমি দখলসহ বিভিন্ন অপকর্মে সক্রিয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অন্তত শতাধিক সদস্য নিয়ে রিমেল একটি গ্যাং পরিচালনা করেন। কিশোর গ্যাংয়ের সদস্যরাও এতে জড়িত।
তবে এ বিষয়ে রিমেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
এদিকে হামলার নিন্দা জানিয়ে আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহফুজুর রহমান নিপু বলেন, ‘সাংবাদিক রুবেলের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। অপরাধীরা জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে, প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হচ্ছে। রিমেল ও তার গ্যাংকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।’
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘এক নারীর সঙ্গে খারাপ ব্যবহার করায় সাংবাদিক রুবেল প্রতিবাদ করেন। এ কারণেই তাকে মারধর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস

