Logo

সারাদেশ

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৪

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

ছবি : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে বান্দরবানের এনসিপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপি প্রধান সমন্বয়কারী শহীদুর রহমান (সোহেল), মুখ্য সমন্বয়কারী প্রকৌশলী লুক চাকমা, যুগ্ম সমন্বয়কারী তপন মারমা, আব্দুল্লাহ আল মামুন, যুব উইংয়ের কেন্দ্রীয় সংগঠক আমান উল্লাহসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের ওপর বিদেশের মাটিতেও বারবার হামলা করা হচ্ছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার প্রকাশ। তারা আরও বলেন, দেশে যেসব মামলায় আসামিদের জামিন দেওয়া হয়েছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে শহীদ পরিবার ও আহতদের হুমকি দিচ্ছে। দেশের ভেতর থেকে শুরু করে বিদেশেও একই ধরনের হামলা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

মানববন্ধনে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান বক্তারা। পাশাপাশি, রাষ্ট্রযন্ত্রে সক্রিয় ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলা সমন্বয় কমিটি, জাতীয় যুব উইংসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সোহেল কান্তি নাথ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর