সীতাকুণ্ডে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে কাভার্ডভ্যান বিধ্বস্ত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত চট্টলা সিএনজি স্টেশনে এ ঘটনা ঘটে। এতে একটি কাভার্ডভ্যানের সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।
স্টেশন সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পিরোজপুর ট-১১-০২১৫ নম্বরের কাভার্ডভ্যানটি গ্যাস নেওয়ার জন্য স্টেশনে প্রবেশের পরপরই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়িটির সামনের অংশ ছাড়াও পাম্পে থাকা একটি মাইক্রোবাস ও স্টেশনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিস্ফোরণের সময় গাড়িতে চালক ও হেলপার না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টলা সিএনজি স্টেশনের ব্যবস্থাপক মো. জাহেদ বলেন, ‘ঘটনার সময় গাড়ির ভেতরে কেউ ছিল না। তাই প্রাণহানি হয়নি, তবে গাড়ি ও স্টেশনের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।’
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এআরএস

