Logo

সারাদেশ

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের বিচার দাবিতে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম যান চলাচল বন্ধ

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের বিচার দাবিতে অবরোধ, ঢাকা-চট্টগ্রাম যান চলাচল বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচার দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে আধাবেলা সড়ক অবরোধ পালিত হচ্ছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে খাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। 

অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ির সদরস্থ স্বনির্ভর এলাকায় টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। 


তবে পৌর শহরের ভিতরে হালকা যান অটোরিকশা, ইজি বাইক চলাচল করছে। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বাংলাদেশের খবরকে বলেন, স্কুল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা রুজু করেন। শয়নশীল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 


এ ঘটনায় বিএনপি এক বিবৃতিতে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ছাড়া সুষ্ঠু বিচার চেয়েছেন স্থানীয়রা। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে সচেতন নাগরিকেরা।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক অবরোধ ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর